পঞ্চম দফায় নির্বাচন ছিল পানিহাটিতে। সেখানেই এবার দেখা গেল ভোট পরবর্তী হিংসা। ভোট পরবর্তী হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। বিজেপির ক্যাম্পের সামনে বোমাবাজি। এই ঘটনায় অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে পাল্টা অভিযোগ করেছে তৃণমূল। বিজেপি তাদের উপর হামলা চালিয়েছে, বোমাবাজিও হয়েছে বলে অভিযোগ জানিয়েছে তৃণমূল। ভোটকে কেন্দ্র করেই হিংসার পরিবেশ তৈরি হয়েছে সেখানে।