রবিবার রায়গঞ্জে মিঠুন চক্রবর্তীর যাওয়ার কথা ছিল। তবে পরে তা বাতিল হয়ে যায়। মহাগুরুকে দেখার আশায় যারা বুক বেধেছিলেন, হতেশ হন তারা। সোমবার আবারও একরকম তেমনই এক ঘটনা ঘটল ঠিক তার পরের দিনই। সোমবার রায়গঞ্জে জেপি নাড্ডার রোড শো ছিলেন। তাঁর সঙ্গে রোড শো করছিলেন দেবশ্রী চৌধুরিও। সেই রোড শো মাঝ পথেই রোড শো ছেড়ে দেন তিনি। তিনি চলে গেছেন বলে বিজেপি সূত্রে জানানো হলেও পরপর দুই দিনের একই ঘটনায় হতাশ রায়গঞ্জবাসী।