মঙ্গলবার মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জের সভা ছিল মমতার। সেখান থেকেই বিজেপি -কে কটাক্ষ মমতার। বাংলায় তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী মমতা। বিজেপির উদ্দশ্যে রীতিমতন তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। একটা করে বল আসবে তৃণমূলে আর বিজেপি পড়বে ধপাশ করে, এমনটাই বলতে শোনা গেল তাঁকে। রাজ্যের উন্নয়ন নিয়েও একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন তিনি।