কালিয়াগঞ্জে রোড শো ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র। সেখানেই জনজোয়ার ছিল দেখবার মত। সোমবার উত্তর দিনাজপুর জেলার নির্বাচনী প্রচারের শেষ দিনের বিকেলে কালিয়াগঞ্জ শহরে বিজেপির প্রচারে ঝড় তুললেন বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব তথা দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। কালিয়াগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী সৌমেন রায়ের সমর্থনে সুসজ্জিত বর্নাঢ্য শোভাযাত্রায় অংশ নেন তিনি। হাজার হাজার বিজেপি কর্মী সমর্থকদের উল্লাস আর উন্মাদনা ছিল দেখবার মত।