পার্থপ্রতীম রায়ের একটি অডিও ভাইরাল হয়। সেখানে শোনা যায় শীতলকুচি নিয়ে কথোপকথন। যেখানে শোনা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ঠস্বর। ফোনের অপর প্রান্তে রয়েছেন পার্থপ্রতীম রায়। শীতলকুচি নিয়ে চলছে রাজনৈতিক পরিকল্পনা। এমনটাই শোনা যায় সেই অডিওটিতে। এই নিয়েই এবার মুখ খুললেন পার্থপ্রতিম। তিনি জানালেন সবটাই বিজেপির পরিকল্পনা। 'ট্যাপিংয়ের রাজনীতি করছে বিজেপি', এমনটাই বলতে শোনা গেল তাঁকে।