দুই গ্রামের সংঘর্ষ, টায়ার জ্বালিয়ে চলল রাজ্য সড়ক অবরোধ

  • পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম
  • আকেলপুর গ্রামে চলছিল লোকনাথ ঠাকুরের পুজো 
  • সেই সময় কিছু লোক গ্রামে ঢুকে পড়ে
  • তাঁরা মারধর শুরু করে বলে অভিযোগ
  • এই ঘটনারই প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

দুই গ্রামের সংঘর্ষে জখম চার। লোকনাথ ঠাকুরের পুজোকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার আকেলপুর গ্রাম। তারই প্রতিবাদে গ্রামের মানুষ সাঁইথিয়া - বহরমপুরে রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। স্থানীয় সূত্রে খবর, ময়ূরেশ্বর থানার আকেলপুর গ্রামে লোকনাথ ঠাকুরের পুজো চলছিল। সন্ধ্যার দিকে পার্শ্ববর্তী সাঁইথিয়া থানার তালতলা গ্রামের কিছু লোক আকেলপুর গ্রামে ঢুকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় যখম হন চার গ্রামবাসী। পরে তাঁদের সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তিও করা হয়। আর এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে অকেলপুর গ্রামের মানুষ। দু'ঘন্টারও বেশি সময় ধরে অবরোধ চলে। পরে পুলিশ এসে সামাল দেয়।
 

03:35Hooghly News Today: বর্ষপূর্তির রাতেই ঘটলো মর্মান্তিক দুর্ঘটনা! থমথমে গোটা চুঁচুঁড়া04:31Suvendu Adhikari : 'সন্দেশখালির ঘটনায় কমিশন হবে, মমতাকে জেলে ঢোকাবে বিজেপি' মমতাকে চরম বার্তা শুভেন্দুর01:52Sundarbans News Today: বছরের শুরুতেই পর্যটকদের ঢল সুন্দরবনে! খুশির আমেজ চারিদিকে04:40Suvendu Adhikari : 'আর ১৫ মাস, বিজেপি ক্ষমতায় এলে ৩ লাখের ঘর বানিয়ে দেব' বিরাট প্রতিশ্রুতি শুভেন্দুর03:29Rekha Patra : 'নোংরা দল, জীবন দিয়ে দেব কিন্তু কোনদিন তৃণমূলে যোগ দেব না' ঝাঁঝিয়ে উঠলেন রেখা04:27Singur Local Train : আচমকাই মমতার চালু করা লোকাল ট্রেন বন্ধ করে দিল রেল! বিক্ষোভ বেচারামের03:33Dilip Ghosh News: ‘বাংলাদেশের বুদ্ধি চিরকালই একটু কম’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের04:01Suvendu Adhikari : 'মিথ্যা মামলায় মহিলাদের জেল খাটিয়েছিল, মমতাকেও জেলে ঢোকাবো' পাল্টা শুভেন্দুর04:22‘মমতা বলেন নোয়াখালী দাঙ্গার সময় রবীন্দ্রনাথ নাকি গান্ধীজিকে ফলের রস খাইয়েছিলেন’ শুভেন্দুর খোঁচা মমতাকে02:32অবশেষে তিন মাস পর মুক্তি পেলেন বাংলাদেশে আটক সুন্দরবনের মৎস্যজীবীরা! স্বস্থির নিশ্বাস পরিবারের