রাজ্যে শুরু হয়ে গিয়েছে নির্বাচন। ১৭ এপ্রিল পঞ্চম দফা নির্বাচন রাজ্যে। সেই দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্য। প্রথম ও দ্বিতীয় দফায় ৩০ টি আসনের পর তৃতীয় দফায় মোট ৩১ টি আসনে ভোট হয়। চতুর্থ দফায় ভোট হবে ৪৪ টি আসনে। এবার পঞ্চম দফায় মোট ৪৫ আসনে ভোট হবে। এই ৪৫ টি আসনের মধ্যে রয়েছে ধুপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ডাবগ্রাম-ফুলবাড়ি, মাল, নাগরাকাটা, কালিম্পং, দার্জিলিং, কার্শিয়াং, মাটিগাড়া নক্সালবাড়ি, শিলিগুড়ি, ফাঁসিদেওয়া, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রাণাঘাট দক্ষিণ, চাকদা, কল্যাণী, হরিণঘাটা, বরানগর, বিধাননগর, রাজারহাট গোপালপুর, রাজগঞ্জ, পানিহাটি, কামারহাটি, দমদম, রাজারহাট নিউটাউন, মধ্যমগ্রাম, বারাসত, দেগঙ্গা, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখালি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর, হিঙ্গলগঞ্জ, খণ্ডঘোষ, বর্ধমান দক্ষিণ, রায়না, জামালপুর, মন্তেশ্বর, কালনা, মেমারি, বর্ধমান উত্তর, পানিহাটি এবং কামারহাটি।