ষষ্ঠ দফা নির্বাচন চলছে জেলায় জেলায়। ষষ্ঠ দফা নির্বাচনেও বদলায়নি ছবি। দিকে দিকে অশান্তির ছবি ধরা পড়েছে। এরই মাঝে ভিভিপিটি স্লিপে লেখা বিজেপি। উত্তর দিনাজপুরের করণদিঘি এলাকার ঘটনা। সেখানেই ভিভিপিটি -তে লাগানো স্লিপে দেখা যায় বিজেপি লেখা। এ নিয়ে অবশ্য একজনকে বলতে শোনা গিয়েছে। গত নির্বাচনে কেই এটা করেছে।