ইতিমধ্যেই পাঁচ দফা নির্বাচন হয়ে গিয়েছে রাজ্যে। প্রথম দফা নির্বাচন থেকেই উঠে এসেছে ইভিএম বিভ্রাটের ছবি। ষষ্ঠ দফা নির্বাচনেও বদলালোনা সেই ছবি। ভোটের মাঝেই ইভিএম খারাপ। রায়গঞ্জ বিডিও অফিস সংলগ্ন বুথের ঘটনা। সকাল থেকে লম্বা লাইন দেখা গেল সেখানে। মক পোলে ঠিক ঠাক ভোট হয়েছিল বলে দাবি। ভোটাররা ভোট দিতে গেলই দেখে ইভিএম খারাপ। সকাল ৫ টা থেকে ৮ টা পর্যন্ত দাঁড়িয়ে থেকেও অনেকেরই অভিযোগ তাঁরা ভোট দিতে পারেননি।