গ্রেফতার জঙ্গলমহলের তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। গ্রেফতার তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। রবিবার ভোরে এনআইএ -র হাতে গ্রেফতার হন তিনি। লালগড়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাঁকে। প্রথম দফা ভোট মিটতেই গ্রেফতার করা হল তাঁকে। এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 'রাজনৈতিক কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে'। এমনটাই অভিযোগ করেছেন ছত্রধরের আইনজীবী। রাজধানী নিয়ে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ তাও অস্বীকার করেন ছত্রধরের আইনজীবী। তিনি সাফ জানিয়ে দিলেন রাজধানীতে মাওবাদী হামলা যখন ঘটে সেই সময় ছত্রধর জেলে ছিলেন।