সাত সকালে মর্মান্তিক দুর্ঘটনা রায়গঞ্জে। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বেসরকারি বাস। এই দুর্ঘটনায় মৃত ১, আহত কমপক্ষে ২২ জন। দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের ঘুঘুডাঙা এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দারাই বাস যাত্রীদের উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করেন।
বাসটি কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছিল। কীভাবে বাসটি নিয়ন্ত্রণ হারাল? খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়েছিল জাতীয় সড়ক। পরে পুলিশ এসে দ্রুত ক্রেনের সাহায্যে বাসটিকে সরিয়ে দেয়।