অভিনব কায়দায় মহিলা সেজে ডাকাতি। ঘটনায় অস্ত্র সহ গ্রেফতার হয়েছে ২ যুবক। বেশ কিছু দিন ধরেই চলছিল এমনটা। রাত নামলেই জাতীয় সড়কে চলছিল ডাকাতি। ৭-৮ জনের একটি দল এই কাজ করছিল। ঘটনার অভিযোগ দায়ের হয় রানাঘাট থানায়। সোমবার রাতে গোপন সূত্রে খবর পায় পুলিশ। ৩৪ নম্বর জাতীয় সড়কের রানাঘাট থানার ঘাঁটিগাছা মোড়ে হানা দেয় পুলিশ। সেখান থেকেই গ্রেফতার হয় ২ যুবক। পুলিশ সূত্রে খবর, দলের বাকি সদস্যরা পলাতক। ধৃত দুই জনের একজন আমডাঙ্গা ও একজন কল্যানি এলাকার বাসিন্দা।