মঙ্গলবার রাতে খবর এসে পৌঁছনোর পর থেকেই মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালগ্রামে চোখের পাতা এক করতে পারেননি গ্রামবাসীরা। কাশ্মীরে কাজ করতে গিয়ে জঙ্গিদের হাতে খুন হয়েছেন এই গ্রামের পাঁচ পাঁচটি তরতাজা প্রাণ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরেকজন। কাশ্মীরে বাঙালি নিধনের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে বাহালনগর গ্রামে এসে পৌঁছল পাঁচ শ্রমিকের মরদেহ।
মঙ্গলবার রাতে খবর এসে পৌঁছনোর পর থেকেই মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালগ্রামে চোখের পাতা এক করতে পারেননি গ্রামবাসীরা। কাশ্মীরে কাজ করতে গিয়ে জঙ্গিদের হাতে খুন হয়েছেন এই গ্রামের পাঁচ পাঁচটি তরতাজা প্রাণ। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরেকজন। কাশ্মীরে বাঙালি নিধনের এই ঘটনা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। এর মধ্যেই বৃহস্পতিবার সকালে বাহালনগর গ্রামে এসে পৌঁছল পাঁচ শ্রমিকের মরদেহ। দেহগুলি গ্রামে নিয়ে আসেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। কাশ্মীরে বাঙালি শ্রমিক নিধনের এই ঘটনার কেন্দ্রীয় সরকারের দিকেই তোপ দাগেন ববি। প্রশ্ন তোলেন ৩৭০ ধারা বিলোপ নিয়েও। এই প্রসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেন ফিরহাদ।