হাওড়া ৯ নম্বর ওয়ার্ড দীর্ঘ ৯ মাস ধরে জলমগ্ন রয়েছে। প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। হাওড়া পৌরসভা অন্তর্গত টিকিয়াপাড়া নোনা পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে অসুবিধার সম্মুখিন হচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা।
হাওড়া ৯ নম্বর ওয়ার্ড দীর্ঘ ৯ মাস ধরে জলমগ্ন রয়েছে। প্রতিবাদে পথ অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। হাওড়া পৌরসভা অন্তর্গত টিকিয়াপাড়া নোনা পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে জল জমে থাকার কারণে অসুবিধার সম্মুখিন হচ্ছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে সোমবার সকালবেলা তারা পথ অবরোধ করেন। তাদের দাবি জল কিছুটা কমলেও এখনও জলমগ্ন রাস্তা যার জেরে যাতায়াতে অসুবিধা হচ্ছে স্থানীয়দের। তারই প্রতিবাদে তারা রাস্তা অবরোধ করেন। রাস্তা বন্ধ করে দেওয়ায় সেখানে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশরা আশ্বাস দিলে অবরোধ উঠে যায়। স্থানীয় এক মহিলা জানিয়েছেন, জমা জলের জেরে নানারকম চর্মরোগও হচ্ছে। এই নিয়ে হাওড়া পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, পাম্প চালানো হচ্ছে বিভিন্ন জায়গায়, জমা জল বের করার চেষ্টা চলছে।