লকডাউনে কাজ হারিয়েছে অনেকেই। আর সেই কারণেই একাধিক মানুষ বেছে নিচ্ছেন আত্মহত্যার পথ। আর সেই একই কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক যুবক৷ সূত্রের খবর, নদিয়ার চাপড়া থানায় এলেমনগর এলাকার বাসিন্দা শরিফুল মল্লিক। ভিন রাজ্যে কাজ করতেন এই যুবক। করোনা আবহে লকডাউনের কারণে কাজ হারিয়ে বাড়ি ফিরেছিলেন তিনি। তার পর থেকেই আর্থিক সংকটে ভুগছিলেন ওই যুবক। পুনরায় কাজে যাওয়ার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড়ও করতে না পারায় মানসিক অবসাদে ভুগছিল সে। সোমবার সকালে তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। এই ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমেছে গোটা এলাকায়।