নিজের অফিস ঘরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ঘি ব্যবসায়ীর। ঘটনাটি ঘটেছে মায়াপুরের গৌরনগরে। মৃতের নাম রসিক শেখর দাস (৩২)। সূত্রের খবর, মৃত ব্যক্তি ইসকনের দীক্ষিত ভক্ত ছিলেন। মঙ্গলবার সকালে তাঁর অফিস থেকে তাঁর গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান নবদ্বীপ থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারণে এই ব্যক্তি খুন হয়েছে তার কিনারা করতে তদন্ত নেমেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার দেহে চারটি গুলি লেগেছিল। গৌরনগরে যে আবাসনে তিনি থাকতেন। ওই আবাসনের নীচেই তিনি কয়েক বছর ধরে ঘি ব্যবসার অফিস খুলে ছিলেন। আর সেই অফিস থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।