Crocodile in Murshidabad: ছটপুজোর সকালে মুর্শিদাবাদে কুমির আতঙ্ক

মুর্শিদাবাদ (Murshidabad) থেকে নদিয়ায় (Nadia) দাপিয়ে বেরাচ্ছে কুমির। কখনও নদীতে কখনও আবার নদীর পাড়ে দেখা গিয়েছে কুমিরটিকে (Crocodile)। বুধবার ছটপুজোর দিন মুর্শিদাবাদে ফের দেখা মিলল কুমিরের। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কুমিরের দেখা মেলায় আগেই গঙ্গা স্নানে যেতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এদিন রেজিনগর থানার মাঙন পাড়া এলাকায় দেখা যায় কুমিরটিকে। ছট পুজোয় কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়। প্রসঙ্গত, গঙ্গার পাড় জুড়ে দাপিয়ে বেরাচ্ছে বিশাল আকারের কুমির। এদিকে কুমিরটির সুরক্ষার বিষয়ে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন পশু ও  প্রানী প্রেমীরা। অবশ্য এই ব্যাপারে  জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী বলেন, 'ইতিমধ্যে কুমিরটির গতি বিধির উপর প্রশাসন নজর রাখছে। অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও তিনি জানা। অন্যদিকে প্রানীটির যাতে কেউ ক্ষতি করতে না পারে সেই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে সজাগ থাকতে বলে হয়েছে'। জিয়াগঞ্জ থানার সদর ঘাট এলাকার ভাগীরথী তে প্রথম   দেখা মেলে একটি বিশাল আকার কুমিরের। ওই কুমিরের ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের মধ্যে নানা রকম মত পার্থক্য দেখা দেয়। তবে এই খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মানুষকে এই নিয়ে সতর্ক করা হয়েছে। 

মুর্শিদাবাদ (Murshidabad) থেকে নদিয়ায় (Nadia) দাপিয়ে বেরাচ্ছে কুমির। কখনও নদীতে কখনও আবার নদীর পাড়ে দেখা গিয়েছে কুমিরটিকে (Crocodile)। বুধবার ছটপুজোর দিন মুর্শিদাবাদে ফের দেখা মিলল কুমিরের। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কুমিরের দেখা মেলায় আগেই গঙ্গা স্নানে যেতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এদিন রেজিনগর থানার মাঙন পাড়া এলাকায় দেখা যায় কুমিরটিকে। ছট পুজোয় কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়। প্রসঙ্গত, গঙ্গার পাড় জুড়ে দাপিয়ে বেরাচ্ছে বিশাল আকারের কুমির। এদিকে কুমিরটির সুরক্ষার বিষয়ে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন পশু ও  প্রানী প্রেমীরা। অবশ্য এই ব্যাপারে  জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী বলেন, 'ইতিমধ্যে কুমিরটির গতি বিধির উপর প্রশাসন নজর রাখছে। অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও তিনি জানা। অন্যদিকে প্রানীটির যাতে কেউ ক্ষতি করতে না পারে সেই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে সজাগ থাকতে বলে হয়েছে'। জিয়াগঞ্জ থানার সদর ঘাট এলাকার ভাগীরথী তে প্রথম   দেখা মেলে একটি বিশাল আকার কুমিরের। ওই কুমিরের ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের মধ্যে নানা রকম মত পার্থক্য দেখা দেয়। তবে এই খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মানুষকে এই নিয়ে সতর্ক করা হয়েছে। 

04:50Nabadwip : গ্রেফতার পুরনো পাপী! ঘরের মধ্যেই তৈরি হচ্ছিল...নবদ্বীপে অস্ত্র কারখানার হদিশ05:28স্কুলে নেই পানীয় জল! মিড ডে মিলের ব্যবস্থা করে খুদেরাই, বিদ্যালয়ের অবস্থা দেখে চমকে যাবেন06:32BSF : সীমান্তে অনুপ্রবেশের মাষ্টারমাইন্ড বাংলাদেশের বিজিবি? কড়া জবাব দেবে বিএসএফ06:59'ভারত চাইলে ২ মিনিটে ইউনুসকে ফানুস বানিয়ে ছাড়বে' চরম কটাক্ষ শমীক ভট্টাচার্যের02:35‘বাংলাদেশ পরিকল্পিতভাবে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে’ বিস্ফোরক মন্তব্য শোভন দেব চট্টোপাধ্যায়ের03:58Balurghat BSF : রেডি বিএসএফ! কাঁটাতার লাগাতে আসলেই বাধা দিচ্ছে বিজিবি! এবার শিবরামপুরে03:08চিকিৎসার ভুলে ব্রেন ড্যামেজ! কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস রচনা ব্যানার্জির05:46BSF Border : বাংলার সাহস! কাঁটাতারের বেড়া দিয়ে দিল গ্রামবাসীরা, বিজিবির বাধা! রক্ষা করতে এল বিএসএফ03:31‘মমতা পশ্চিমবঙ্গকে লন্ডন বানাতে গিয়ে লাহোর বানিয়ে ফেলেছেন’ মমতাকে চরম খিল্লি দিলীপের03:32South 24 Parganas News: পরিক্ষার দিনই ভয়াবহ ঘটনার শিকার পরীক্ষার্থীরা! চাঞ্চল্য কানিং-এ