মুর্শিদাবাদ (Murshidabad) থেকে নদিয়ায় (Nadia) দাপিয়ে বেরাচ্ছে কুমির। কখনও নদীতে কখনও আবার নদীর পাড়ে দেখা গিয়েছে কুমিরটিকে (Crocodile)। বুধবার ছটপুজোর দিন মুর্শিদাবাদে ফের দেখা মিলল কুমিরের। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কুমিরের দেখা মেলায় আগেই গঙ্গা স্নানে যেতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এদিন রেজিনগর থানার মাঙন পাড়া এলাকায় দেখা যায় কুমিরটিকে। ছট পুজোয় কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়। প্রসঙ্গত, গঙ্গার পাড় জুড়ে দাপিয়ে বেরাচ্ছে বিশাল আকারের কুমির। এদিকে কুমিরটির সুরক্ষার বিষয়ে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন পশু ও প্রানী প্রেমীরা। অবশ্য এই ব্যাপারে জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী বলেন, 'ইতিমধ্যে কুমিরটির গতি বিধির উপর প্রশাসন নজর রাখছে। অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও তিনি জানা। অন্যদিকে প্রানীটির যাতে কেউ ক্ষতি করতে না পারে সেই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে সজাগ থাকতে বলে হয়েছে'। জিয়াগঞ্জ থানার সদর ঘাট এলাকার ভাগীরথী তে প্রথম দেখা মেলে একটি বিশাল আকার কুমিরের। ওই কুমিরের ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের মধ্যে নানা রকম মত পার্থক্য দেখা দেয়। তবে এই খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মানুষকে এই নিয়ে সতর্ক করা হয়েছে।
মুর্শিদাবাদ (Murshidabad) থেকে নদিয়ায় (Nadia) দাপিয়ে বেরাচ্ছে কুমির। কখনও নদীতে কখনও আবার নদীর পাড়ে দেখা গিয়েছে কুমিরটিকে (Crocodile)। বুধবার ছটপুজোর দিন মুর্শিদাবাদে ফের দেখা মিলল কুমিরের। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। কুমিরের দেখা মেলায় আগেই গঙ্গা স্নানে যেতে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এদিন রেজিনগর থানার মাঙন পাড়া এলাকায় দেখা যায় কুমিরটিকে। ছট পুজোয় কুমিরের দেখা মেলায় আতঙ্ক ছড়ায়। প্রসঙ্গত, গঙ্গার পাড় জুড়ে দাপিয়ে বেরাচ্ছে বিশাল আকারের কুমির। এদিকে কুমিরটির সুরক্ষার বিষয়ে প্রশাসনিক তৎপরতার দাবি তুলেছেন পশু ও প্রানী প্রেমীরা। অবশ্য এই ব্যাপারে জেলা শাসক শরদ কুমার দ্বিবেদী বলেন, 'ইতিমধ্যে কুমিরটির গতি বিধির উপর প্রশাসন নজর রাখছে। অযথা আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও তিনি জানা। অন্যদিকে প্রানীটির যাতে কেউ ক্ষতি করতে না পারে সেই ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরকে সজাগ থাকতে বলে হয়েছে'। জিয়াগঞ্জ থানার সদর ঘাট এলাকার ভাগীরথী তে প্রথম দেখা মেলে একটি বিশাল আকার কুমিরের। ওই কুমিরের ব্যাপারে প্রত্যক্ষদর্শীদের মধ্যে নানা রকম মত পার্থক্য দেখা দেয়। তবে এই খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে মানুষকে এই নিয়ে সতর্ক করা হয়েছে।