সিমলাপাল ব্লকের মইধরা গ্রামে এই বিলুপ্তপ্রায় ক্যামেলিয়ান টি উদ্ধার করা হয়, মইধরা গ্রাম থেকে ক্যামেলিয়ান টিকে উদ্ধার করে সিমলাপাল থানায় নিয়ে আসা হয় |
সিমলাপাল ব্লকের মইধরা গ্রামে এই বিলুপ্তপ্রায় ক্যামেলিয়ান টি উদ্ধার করা হয় | মইধরা গ্রাম থেকে ক্যামেলিয়ান টিকে উদ্ধার করে সিমলাপাল থানায় নিয়ে আসা হয় | সিমলাপাল থানার পুলিশ কর্মীদের পক্ষ থেকে সিমলাপাল বনদপ্তরে খবর দেওয়া হয় | বনদপ্তরের কর্মীরা থানায় উপস্থিত হয়ে ক্যামেলিয়ান টিকে নিজেদের দায়িত্বে নেয়। বনদপ্তর সূত্রে জানা যায় ক্যামেলিয়ান টিকে প্রাথমিক চিকিৎসার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে