বিয়ের আগে আত্মঘাতী কনে, শোকের ছায়া পরিবারে

পরিবারের পছন্দতেই বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের জন্য প্যান্ডেলের বাঁশ পোঁতাও হয়ে গিয়েছিল। বাড়িতে আসতে শুরু করেছিল আত্মীয় স্বজনরা। শুক্রবার বিয়ে থাকলেও আয়োজন সম্পূর্ণ হয়নি। বিয়ের আগেই লজ্জায় আত্মঘাতী কনে।

পরিবারের পছন্দতেই বিয়ে ঠিক হয়েছিল৷ প্যান্ডেলের বাঁশ পোঁতাও হয়ে গেছিল। বাড়িতে আসতে শুরু করেছিল আত্মীয় স্বজনরা। শুক্রবার বিয়ে থাকলেও তার আয়োজন সম্পন্ন হয়েছিল বা। বিয়ের সম্পূর্ন আয়োজন করতে পারেনি পরিবার। বিয়ের দিন যাতে লোক লজ্জার মুখে পড়তে না হয় তাকে বা পরিবারকে। সেই জায়গা থেকে বিয়ের ঠিক দু'দিন আগেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক আদিবাসী যুবতী। মৃতের নাম সরস্বতী কিস্কু (২১)। বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একমাইল টাকশালা এলাকায়। আগামীকাল শুক্রবার মৃতা যুবতীর বিয়ে ছিল। আজ গায়ে হলুদ ছিল। তার আগে বুধবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় ওই যুবতী। বিষয়টি জানতে পেরে গতকালই বালুরঘাট থানার পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে আসার পর বৃহস্পতিবার তার দেহ ময়নাতদন্তে জন্য বালুরঘাট জেলা হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে বিষয়টি জানাজানি হতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কী কারণে ওই যুবতী আত্মঘাতী হল তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।

02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু02:24Bangladesh : বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা