এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার আঠেরবাকি গ্রামে। মৃতার নাম মামনি শেখ (১৯)। বছর খানেক আগেই প্রতিবেশী হাসানুর খানের সঙ্গে বিয়ে হয়েছিল মামনির। সূত্রের খবর, উনিশ বছরের ওই গৃহবধূ অন্তঃসত্ত্বা ছিল। বিয়ের পর থেকেই হাসানুর মোটর বাইক ও নগদ পঞ্চাশ হাজার টাকার জন্য চাপ দিচ্ছিল মামনিকে। সেই টাকা দিতে না পারায় অত্যাচার করা হত মামনির ওপরে। রবিবার রাতেও তাঁকে বেধড়ক মারধোর করা হয় বলে অভিযোগ। নিহতের পরিবারের দাবি মোটর বাইক ও নগদ টাকা দিতে না পারার কারনেই পিটিয়ে খুন করে ঘরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মামনির পরিবার। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে মামনির স্বামী হাসানুর খানকে।