পরিবেশ রক্ষায় নিজের বাহন নিয়ে ময়দানে নামলেন পূর্ব বর্ধনমানের মেমারির যুবক অর্ক পাল। প্লাস্টিকের বর্জনের বার্তা দিতে অসম পর্যন্ত সাইকেল চালিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছেন অর্ক। ৪৫ দিনের এই যাত্রাপথে মানুষের কাছে দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ার বার্তা দেবেন তিনি।
পরিবেশ রক্ষায় নিজের বাহন নিয়ে ময়দানে নামলেন পূর্ব বর্ধনমানের মেমারির যুবক অর্ক পাল। প্লাস্টিকের বর্জনের বার্তা দিতে অসম পর্যন্ত সাইকেল চালিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছেন অর্ক। ৪৫ দিনের এই যাত্রাপথে মানুষের কাছে দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ার বার্তা দেবেন তিনি। মেমারিতে ব্যবসা করতেন অর্ক। পরিবেশ বাঁচাতে আপাতত নিজের ব্যবসা বন্ধ রেখে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন। মা শিপ্রাদেবী ও কলেজ কর্মী বাবা গৌতম পাল দুজনেই পাশে রয়েছেন ছেলের এই লড়াইয়ে। কয়েকদিন আগেই বন্ধুদের নিয়ে সিকিমে গিয়েছিলেন পার্থ। সেখানে পাঁচ হাজার মিটারা উচ্চতায় গিয়ে প্লাস্টিক কুড়িয়ে এনে তা জমা দেন প্রশাসনের কাছে।