কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিগ্রহে অভিযুক্ত ছাত্র দেবাঞ্জন বল্লভ এবং তাঁর বান্ধবী মারধরের অভিযোগ উঠল একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় বর্ধমানের আলিশ বাসস্ট্যান্ডে দেবাঞ্জন এবং তাঁর বান্ধবীর উপরে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাবুল সুপ্রিয়কে নিগ্রহ করার জন্যই তাঁর উপরে হামলা হয়েছে বলে ওই দুষ্কৃতীরা তাঁকে শাসায় বলে দাবি দেবাঞ্জনের। ঘটনায় বর্ধমান থানায় অভিযোগ জানিয়েছেন দেবাঞ্জন। তাঁর অভিযোগ, এবিভিপি এবং আরএসএস-এর গুন্ডাবাহিনী এই ঘটনায় জড়িত।
দেবাঞ্জন জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কলকাতা ফেরার জন্য বান্ধবীকে নিয়ে বর্ধমান বাসস্ট্যান্ড থেকে বাসে ধরতে এসেছিলেন তিনি। বাসে ওঠার সময়ই অতর্কিতে একদল যুবক তাঁর উপরে চড়াও হয়। বাস থেকে নামিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। ছিঁড়ে দেওয়া হয় তাঁর গেঞ্জি। দেবাঞ্জনের বান্ধবীকেও রেয়াত করেনি হামলাকারীরা।