শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে মেঘলা আকাশ। তবুও দূরবীনে চোখ রেখে অপেক্ষায় রাজ্যবাসী। বলয়গ্রহণের সাক্ষী থাকতে চেয়েছিলেন অনেকেই। তবে মাঝে মধ্যেই মেঘ সরে পরিষ্কার হচ্ছিল রাজ্যের বিভিন্ন অংশের আকাশ। তখনই ফ্রেমে ধরা দিল এক ফালি সূর্য। আংশিক গ্রহণের দেখ রাজ্যবাসী।
বৃহস্পতিবার সকাল ৮.২৭ মিনিটে শুরু হয় গ্রহণ। দুবাই থেকে স্পষ্ট দেখা গেল পূর্ণগ্রাস। আকাশের মুখ ভার থাকার ফলে অনেকেরই কপালে ছিল চিন্তার ভাঁজ। আদৌ দেখা যাবে কি না এই গ্রহণ। কিন্তু বিভিন্ন জেলা থেকে বেশ স্পষ্টই ধরা দিল আংশিক সূর্যগ্রহণ।