৬ ফেব্রুয়ারি চটির মাঠে ছিল বিজেপির সভা। যেখানে উপস্থিত ছিলেন বহু মানুষজন। এর জেরে খেলার মাঠ এক দিনেই অপরিষ্কার হয়। মাঠে পড়ে থাকতে দেখা যায় প্লাস্টিকজাত দ্রব্য। সেই মাঠেই শুরু স্বচ্ছ ভারত অভিযান। ৮ ফেব্রুয়ারি সোমবার মাঠ পরিষ্কারে হাত লাগান বিজেপি কর্মীরা। বিজেপি নদিয়া জেলা সম্পাদক নবীন চক্রবর্তী, নবদ্বীপ বিধানসভার কনভেনার কমল রায় ছিলেন এর মূল উদ্যোক্তা।