ডায়মন্ড হারবারের পথে বিজেপি নেতাদের ওপর আক্রমণ করা হয়। যার জেরে আহত হন বিজেপির শীর্ষ নেতারা। তারই প্রতিবাদে হাওড়া জেলা বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি হয়। সেখানেই পুলিশের দ্বারা আহত হন বিজেপির মহিলা কর্মীরা। গুরুতর আহত অবস্থায় তাঁদের ভর্তি করা হয় হাওড়া জেলা হাসপাতালে। শুক্রবার সেই আহত কর্মীদেরই দেখতে যান অগ্নিমিত্রা পাল। সেখানে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন তিনি। তিনি জানান, ১৩০ জন বিজেপি কর্মীর হত্যার বদলা আমরা নেবই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও একাধিক মন্তব্য করতে শোনা গেল তাঁকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা করে তিনি বলেন, তিনি কলপাড়ের ভাষা বলেছেন। তিনি কখন কি বলেন তা তিনি নিজেই জানেন না। আর চার মাস বাকি, তিনি যত আমাদের উপরে অত্যাচার করবেন তত আমরা তাড়াতাড়ি সিংহাসনের দিকে এগিয়ে যাব ।