মুর্শিদাবাদে ফের রজ্যের মন্ত্রীর উপর হামলার ঘটনা। মন্ত্রী সুব্রত সাহার (Subrata Saha) গাড়িতে হামলার অভিযোগ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দির সোদপাড়া এলাকায়। ঘটনায় আক্রান্ত মন্ত্রী সুব্রত সাহা এবং স্থানীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। সূত্রের খবর, এই ঘটনায় পুলিশ প্রথমে ১৩ জনকে আটক করে। পরে নাকা চেকিং করে আরও ৩ জনকে আটক করে পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বর্ধমানের নতুনহাট এলাকায় পথদুর্ঘটনায় সৈয়দপাড়া এলাকার একই পরিবারের ছ’জনের মৃত্যু হয়। এদিন সেই পরিবারের সদস্যদের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন মন্ত্রী সুব্রত সাহা এবং স্থানীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ অন্যান্যরা। অভিযোগ, সেখান থেকেই ফেরার পথে তাঁদের উপর হামলা চলে। সূত্রের খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা। দীর্ঘদিন ধরেই এলাকার ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোর্সেদ ও যুব তৃণমূল সভাপতি মাহে আলমের সঙ্গে মন্ত্রী সুব্রত সাহা ও স্থানীয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঠান্ডা লড়াই চলছে। এদিন তৃণমূল ব্লক সভাপতি ও যুব সভাপতি তাদের কাউকেই না জানিয়ে মন্ত্রী ও বিধায়ক তাদের অনুগামীদের নিয়ে ওই শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদানের জন্য যান। আর এই কথা জানার পরই সেখানে স্থানীয় ব্লক ও যুব তৃণমূল সভাপতির অনুগামীদের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। মুহুর্তের মধ্যে হাতাহাতি থেকে শুরু করে মন্ত্রী ও বিধায়কের গাড়িতে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ।
মুর্শিদাবাদে ফের রজ্যের মন্ত্রীর উপর হামলার ঘটনা। মন্ত্রী সুব্রত সাহার (Subrata Saha) গাড়িতে হামলার অভিযোগ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের কান্দির সোদপাড়া এলাকায়। ঘটনায় আক্রান্ত মন্ত্রী সুব্রত সাহা এবং স্থানীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা। সূত্রের খবর, এই ঘটনায় পুলিশ প্রথমে ১৩ জনকে আটক করে। পরে নাকা চেকিং করে আরও ৩ জনকে আটক করে পুলিশ। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বর্ধমানের নতুনহাট এলাকায় পথদুর্ঘটনায় সৈয়দপাড়া এলাকার একই পরিবারের ছ’জনের মৃত্যু হয়। এদিন সেই পরিবারের সদস্যদের সঙ্গেই দেখা করতে গিয়েছিলেন মন্ত্রী সুব্রত সাহা এবং স্থানীয় বিধায়ক জীবনকৃষ্ণ সাহা সহ অন্যান্যরা। অভিযোগ, সেখান থেকেই ফেরার পথে তাঁদের উপর হামলা চলে। সূত্রের খবর, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা। দীর্ঘদিন ধরেই এলাকার ব্লক তৃণমূল সভাপতি গোলাম মোর্সেদ ও যুব তৃণমূল সভাপতি মাহে আলমের সঙ্গে মন্ত্রী সুব্রত সাহা ও স্থানীয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার ঠান্ডা লড়াই চলছে। এদিন তৃণমূল ব্লক সভাপতি ও যুব সভাপতি তাদের কাউকেই না জানিয়ে মন্ত্রী ও বিধায়ক তাদের অনুগামীদের নিয়ে ওই শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা ও আর্থিক সহায়তা প্রদানের জন্য যান। আর এই কথা জানার পরই সেখানে স্থানীয় ব্লক ও যুব তৃণমূল সভাপতির অনুগামীদের সঙ্গে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। মুহুর্তের মধ্যে হাতাহাতি থেকে শুরু করে মন্ত্রী ও বিধায়কের গাড়িতে ভাঙচুরও করা হয় বলে অভিযোগ।