ED-র গাড়ি চালককে ব্যাপক 'মারধর'-এর অভিযোগ। বিধান নগর কমিশনারের অফিসের অদূরেই পাঁচ জন দুষ্কৃতী এসে তার গাড়ি থামিয়ে তাকে 'মারধর' করে বলে অভিযোগ। এমনকি 'মারধর' করার পর তার গাড়ির সব নথি নিয়ে চলে যায়। অভিযোগ, মোবাইলে দুষ্কৃতীদের গাড়ির ছবি তোলায়, তার মোবাইলটাও ভেঙে দেয়। গাড়ি চালক বিট্টু কুমার সিং জানায়, তার কাছ থেকে জানতে চাওয়া হয় সে ED-র ড্রাইভার কি না। এরপরেই তাকে 'মারধর' করা হয় বলে অভিযোগ। এই মুহূর্তে সে খুব ভয়ে আছে বলে জানায়। ইতিমধ্যে বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।
ED-র গাড়ি চালককে ব্যাপক 'মারধর'-এর অভিযোগ। বিধান নগর কমিশনারের অফিসের অদূরেই পাঁচ জন দুষ্কৃতী এসে তার গাড়ি থামিয়ে তাকে 'মারধর' করে বলে অভিযোগ। এমনকি 'মারধর' করার পর তার গাড়ির সব নথি নিয়ে চলে যায়। অভিযোগ, মোবাইলে দুষ্কৃতীদের গাড়ির ছবি তোলায়, তার মোবাইলটাও ভেঙে দেয়। গাড়ি চালক বিট্টু কুমার সিং জানায়, তার কাছ থেকে জানতে চাওয়া হয় সে ED-র ড্রাইভার কি না। এরপরেই তাকে 'মারধর' করা হয় বলে অভিযোগ। এই মুহূর্তে সে খুব ভয়ে আছে বলে জানায়। ইতিমধ্যে বিধান নগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ।