বাংলা সফরে এসে দক্ষিণেশ্বর মন্দিরে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে বিএসএফ কর্তাদের সঙ্গে মিটিং সারেন তিনি। তার পর সেখান থেকে মিটিং সেরে সোজা পৌঁছে যান দক্ষিণেশ্বর মন্দিরে। স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তায় সেখানে ছিল কড়া নজরদারি। শঙ্খধ্বনি করে তাঁকে আহ্বান জানানো হয় মন্দিরে। সেখানে গিয়ে মা ভবতারিনীর আরতিও করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন বিজেপির শীর্ষ নেতা-মন্ত্রীরা। সূত্রের খবর, দক্ষিণেশ্বর মন্দির থেকে মায়ের দর্শন করে ১০টা ৩৫ মিনিটে যাবেন গল্ফ ক্লাবে। তার পরে সেখান থেকে ইজেডসিসি -তে যাবেন বেলা ১১টা ৩০ মিনিটে। তার পর সেখান থেকে নিউটাউনের মতুয়া মন্দির তার পরে নিউটাউনেরই এত বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন সারবেন তিনি। এর পর আবার ইজেডসিসি -তে মিটিং করবেন। এছাড়াও আরও অনেকের সঙ্গে দেখা করার কথা আছে তাঁর।