প্রায় এক সপ্তাহের ব্যবধানেই বঙ্গে ফের অমিত শাহ। উদ্বাস্তু পরিবারে সারলেন মধ্যাহ্নভোজন। সুব্রত বিশ্বাসের বাড়িতেই করেন মধ্যাহ্নভোজন। পেশায় মৎস্য ব্যবসায়ী সুব্রত বিশ্বাস। তাঁর মেনুতে ছিল ডাল, ঘি ভাত, ফুলকপির তরকারি। এছাড়াও ছিল সবজি, পনিরের তরকারি, চাটনি ও পাঁপড়। স্বরাষ্ট্রমন্ত্রীকে খাওয়াতে পেরে খুশি পরিবারের সকলেই।