বুধবার রাতে কলকাতায় পৌঁছান স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দু'দিনের রাজ্য সফরে এসেছেন তিনি। সেই মতই বৃহস্পতিবার বাঁকুড়ায় পৌঁছিয়ে গিয়েছেন তিনি। হেলিকপ্টরে করে তাঁকে সেখানে পৌঁছাতে দেখা গিয়েছিল আগেই। বাঁকুড়ায় পৌঁছেছেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়েদিলেন অমিত শাহ। দাবি করলেন মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। সেই সঙ্গেই মমতার সরকারকে উপড়ে ফেলার আহ্বান জানালেন অমিত শাহ। পাশাপাশি রাজ্য থেকে গরিবী হটানোর ডাক দিলেন তিনি। সওয়াল করলেন যুবকদের কর্মসংস্থানের পক্ষেও। এক রকম কাঠগড়ায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে।