সম্পত্তির লোভে মা-বাবার উপর ছেলে-বৌমার অত্যাচার। অত্যাচার সহ্য করতে না পেরে পুলিশের দ্বারস্থ বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘটেছে বসিরহাট মহকুমা হাড়োয়া থানার সোনাপুকুর শংকরপুর গ্রামে। সেখানকারই বাসিন্দা হেমন্ত ঘোষাল (৬২) ও তাঁর স্ত্রী সবিতা ঘোষাল (৫৬)। আর তাঁদের উপরেই দীর্ঘদিন ধরে অত্যাচার চালাচ্ছে ছেলে রবিন ঘোষাল (৩৫) ও বৌমা পিঙ্কি ঘোষাল (৩২)। বৃদ্ধ দম্পতি জানিয়েছেন, তাদের বেশ কিছু সম্পত্তি রয়েছে। আর সেই সম্পত্তি লিখে দেয়ার জন্যই চাপ সৃষ্টি করছে তাঁদের একমাত্র ছেলে রবিন। তাঁরা জানিয়েছেন সেই সঙ্গে তাঁদের উপর শারীরিক নির্যাতন ও তাঁদের অভুক্ত রেখে দেয় তাঁদের ছেলে আর সেই কারণেই পুলিশের দারস্থ হয়েছে তাঁরা। এই সিদ্ধান্তে তাঁদের পাশে এসে দাঁড়ায় তাঁদের প্রতিবেশিরাও। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।