আনিস খান, সুদীপ্ত গুপ্ত, বেকারত্ব, দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়ে ফের পথে বামেরা। শিয়ালদহ থেকে শুরু হয় বামেদের মিছিল। ধর্মতলায় শুরু ছাত্র যুবদের জমায়েত। ধর্মতলায় ইনসাফ সভার ডাক SFI-DYFI-এর। বাম ছাত্র-যুবরা স্লোগান তোলে, কাঁপাতে ১৪ তলা, চলো ধর্মতলা। গতকালই বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বাম কর্মী, সমর্থকরা। রাতে হাওড়া স্টেশনে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে CPIM
আনিস খান, সুদীপ্ত গুপ্ত, বেকারত্ব, দুর্নীতি-সহ একাধিক ইস্যু নিয়ে ফের পথে বামেরা। শিয়ালদহ থেকে শুরু হয় বামেদের মিছিল। ধর্মতলায় শুরু ছাত্র যুবদের জমায়েত। ধর্মতলায় ইনসাফ সভার ডাক SFI-DYFI-এর। বাম ছাত্র-যুবরা স্লোগান তোলে, কাঁপাতে ১৪ তলা, চলো ধর্মতলা। গতকালই বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছেন বাম কর্মী, সমর্থকরা। রাতে হাওড়া স্টেশনে তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করে CPIM