ফের কুসংস্কারের বলি আরও এক মহিলা। সাপে কামড়ানোর পড়েই নিয়ে যাওয়া হল ওঝার বাড়ি। ওঝার বাড়ি থেকে ফেরার পড়েই মৃত্যু মহিলার। উত্তর ২৪ পরগণার বনগাঁর ঘটনা, এলাকায় শোকের ছায়া। মৃত মহিলার নাম সুষমা রায়, তিনি তার মায়ের কাছেই থাকতেন। বাগানে কলার মোচা কাটতে গিয়ে সাপের কামড় খান সুষমা। অভিযোগ, এর পড়েই ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, জলঢোরা সাপে কামড়েছে বলেন মধু ওঝা। অভিযোগ, জলঢোরা সাপের কোন বিষ নেই, বলেন ওঝা। এরপরে বাড়িতে আসার পথেই তার মৃত্যু হয়।
ফের কুসংস্কারের বলি আরও এক মহিলা। সাপে কামড়ানোর পড়েই নিয়ে যাওয়া হল ওঝার বাড়ি। ওঝার বাড়ি থেকে ফেরার পড়েই মৃত্যু মহিলার। উত্তর ২৪ পরগণার বনগাঁর ঘটনা, এলাকায় শোকের ছায়া। মৃত মহিলার নাম সুষমা রায়, তিনি তার মায়ের কাছেই থাকতেন। বাগানে কলার মোচা কাটতে গিয়ে সাপের কামড় খান সুষমা। অভিযোগ, এর পড়েই ওঝার বাড়িতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, জলঢোরা সাপে কামড়েছে বলেন মধু ওঝা। অভিযোগ, জলঢোরা সাপের কোন বিষ নেই, বলেন ওঝা। এরপরে বাড়িতে আসার পথেই তার মৃত্যু হয়।