অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে তার গাড়ি শক্তিগড়ে দাঁড়ায়, তখন এক সাংবাদিক তাকে প্রশ্ন করলে বিজেপির দালাল বলে প্রশ্নের উত্তর দিলেন না তিনি
আজ অনুব্রত মণ্ডলকে আসানসোল থেকে কলকাতা নিয়ে যাওয়া হয় | কলকাতা নিয়ে যাওয়ার সময় শক্তিগড়ের একটি ল্যাংচার দোকানের সামনে তার গাড়ি দাড়ায় | তখন সাংবাদিকরা প্রশ্ন করলে সাংবাদিক দের প্রশ্নে ক্ষিপ্ত হয়ে যায় অনুব্রত | এক সাংবাদিককে বিজেপির দালাল বলতে থাকে অনুব্রত | এদিন তিনি গাড়ি থেকে নামেননি | পুলিশকর্মীরা তার খাবার গাড়ির ভিতরে নিয়ে যায় |