অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে নতুন তথ্য। অর্পিতাকে জেরা করেই বেশ কয়েকটি অভিজাত আবাসনে ফ্ল্যাটের সন্ধান মিলেছে দাবী ইডি'র। এদিন দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসন ফোর্ড ওয়েসিসেও পৌঁছে গেলেন ইডি'র আধিকারিকরা। সেই আবাসনের ব্লক ৬-এর ৫০৩ নম্বর ফ্ল্যাটটি পার্থ চট্টোপাধ্যায়ের বলে জানা গিয়েছে। ফ্ল্যাটটি ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত। আবাসনের নিরাপত্তা কর্মীর দাবি, তিনি এখানে গত ১০ বছর ধরে কাজ করছেন। ফ্ল্যাটটি বন্ধ থাকতেই দেখেছেন তিনি। পার্থ, অর্পিতা বা অন্য কাউকে কখনও আসতে দেখেননি। এই বন্ধ ফ্ল্যাটে টাকা লুকিয়ে রাখা হয় বলে সন্দেহ ইডি-র।
অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করে নতুন তথ্য। অর্পিতাকে জেরা করেই বেশ কয়েকটি অভিজাত আবাসনে ফ্ল্যাটের সন্ধান মিলেছে দাবী ইডি'র। এদিন দক্ষিণ কলকাতার পণ্ডিতিয়া রোডের অভিজাত আবাসন ফোর্ড ওয়েসিসেও পৌঁছে গেলেন ইডি'র আধিকারিকরা। সেই আবাসনের ব্লক ৬-এর ৫০৩ নম্বর ফ্ল্যাটটি পার্থ চট্টোপাধ্যায়ের বলে জানা গিয়েছে। ফ্ল্যাটটি ওম ঝুনঝুনওয়ালা নামে এক ব্যক্তির নামে নথিভুক্ত। আবাসনের নিরাপত্তা কর্মীর দাবি, তিনি এখানে গত ১০ বছর ধরে কাজ করছেন। ফ্ল্যাটটি বন্ধ থাকতেই দেখেছেন তিনি। পার্থ, অর্পিতা বা অন্য কাউকে কখনও আসতে দেখেননি। এই বন্ধ ফ্ল্যাটে টাকা লুকিয়ে রাখা হয় বলে সন্দেহ ইডি-র।