কালীপুজোর উদ্বোধনে স্বমহিমায় বাবুল। গানের পাশাপাশি চলল রসিকতা। কেন্দ্রীয় মন্ত্রীকে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে।
কালীপুজোর উদ্বোধনে স্বমহিমায় বাবুল। গানের পাশাপাশি চলল রসিকতা। কেন্দ্রীয় মন্ত্রীকে পাওয়া গেল একেবারে অন্য মেজাজে। বারাবনির নুনী সর্বজনীন কালী পুজোয় বাবুল বলেন, বৌদিদের বলছি- আপনারা লক্ষ্য রাখবেন পাড়ার ছেলেরা যেন হিন্দি খেয়ে বাংলা বলে। উল্টোটা যেন না হয়। তবে রসিকতার পাশাপাশি কালী মন্দিরে দাঁড়িয়েই আগামী দিনে কর্পোরেশন দখলের অঙ্গীকার করলেন আসানসোলের বিজেপি সাংসদ। গানে গানে চ্যালেঞ্জও করলেন।