দীর্ঘদিন ধরে শহরবাসী বালুরঘাট ফুট ব্রিজের সংস্কারের দাবি জানিয়ে আসছেন | এতদিন কারো হেলদোল না থাকলেও এবার ওই ব্রিজ সংস্কারের উদ্যোগ নিয়েছে নতুন পুরো বোর্ড |
অবশেষে ভেঙে পড়া ফুটব্রিজ সংস্কারে উদ্যোগি হল বালুরঘাট পৌরসভা। বরাদ্দ হওয়া ৪৮ লক্ষ টাকায় ওই ব্রিজ সংস্কারের কাজ শুরু হচ্ছে বলে বালুরঘাট পৌরসভার তরফে জানা গিয়েছে। কাজের টেন্ডার পক্রিয়া শুরু করা হয়েছে | বালুরঘাট শহরের মধ্যে দিয়ে গিয়েছে আত্রেয়ী খাড়ি। মানুষের সুবিধেয় শর্টকাট হিসেবে এই পায়ে ফুট ব্রিজ তৈরি করা হয়। কিন্তু তা সংস্কারের অভাবে জড়াজীর্ণ হয়ে পড়ে। তার ফলে কয়েক বছর আগে ওই ব্রিজটি ভেঙে পরে। শহরবাসীর সমস্যার কথা মাথা রেখে নতুন পুরবোর্ড ফুটব্রিজ টি নতুন করে সংস্কার উদ্যোগ নিয়েছে।