বিয়ের ডেট ঠিক হয়ে যাওয়ার পরেও শহরের উঠতি এক মডেলকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল হবু স্বামীর বিরুদ্ধে। একইদিনে তিন তিনবার ধর্ষণের অভিযোগ। ঘটনার জেরে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই মডেল। জোর করে ঘরে আটকে রাখা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।ভয় দেখিয়ে খুনের হুমকি দিয়ে বাচ্চা নষ্ট করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ। অভিযোগ সোনারপুরের ঘাসিয়াড়ার বাসিন্দা অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। সূত্রের খবর, তিনি কলকাতা শহরের একটি নামী নাইট ক্লাবের বার ম্যানেজার। ঘটনায় সোমবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন মডেল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগ সোশাল মিডিযার মাধ্যমে দেড় বছর আগে তাদের আলাপ হয়। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবার একসঙ্গে বসে আগামী ২৯শে নভেম্বর তাদের বিয়ের ডেটও ঠিক করে। তার আগেই বাবা ও মায়ের সঙ্গে বিয়ে নিয়ে কিছু জরুরি আলোচনার নাম করে ফাঁকা বাড়িতে ডেকে তাঁকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
বিয়ের ডেট ঠিক হয়ে যাওয়ার পরেও শহরের উঠতি এক মডেলকে ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠল হবু স্বামীর বিরুদ্ধে। একইদিনে তিন তিনবার ধর্ষণের অভিযোগ। ঘটনার জেরে বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই মডেল। জোর করে ঘরে আটকে রাখা ও খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।ভয় দেখিয়ে খুনের হুমকি দিয়ে বাচ্চা নষ্ট করতে বাধ্য করা হয় বলেও অভিযোগ। অভিযোগ সোনারপুরের ঘাসিয়াড়ার বাসিন্দা অভিজিৎ সর্দারের বিরুদ্ধে। সূত্রের খবর, তিনি কলকাতা শহরের একটি নামী নাইট ক্লাবের বার ম্যানেজার। ঘটনায় সোমবার রাতে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন মডেল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগ সোশাল মিডিযার মাধ্যমে দেড় বছর আগে তাদের আলাপ হয়। তারপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবার একসঙ্গে বসে আগামী ২৯শে নভেম্বর তাদের বিয়ের ডেটও ঠিক করে। তার আগেই বাবা ও মায়ের সঙ্গে বিয়ে নিয়ে কিছু জরুরি আলোচনার নাম করে ফাঁকা বাড়িতে ডেকে তাঁকে জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।