১০ ফেব্রুয়ারি রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ঘিরে উন্মাদনা চরমে। সভার আগে সেখানে চলে বাইক র্যালি। সেই বাইক র্যালিতেই দেখা গেল ডিজে। ডিজেতে চলছে খেলা হবে গান আর তার সঙ্গেই বাইক র্যালি। শহরের মানুষ এই ধরনের র্যালি নিয়ে কৌতুক করে। তবে এই র্যালির জন্য সভার মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের জেলা যুব সভাপতি গৌতম পাল ধন্যবাদ জানান তৃণমূল সমর্থকদের।