অবৈধ কয়লা বাজেয়াপ্ত করতে পুলিশি অভিযান ঘিরে বীরভূমে ধুন্ধুমার

অবৈধ কয়লা বাজেয়াপ্ত করতে গিয়ে পুলিশের সঙ্গে খন্ডযুদ্ধ। পুলিশি অভিযান ঘিরে বীরভূমের লোকপুরে ধুন্ধুমার। গ্রামবাসীদের সঙ্গে খন্ডযুদ্ধ বেধে যায় পুলিশের। গ্রামবাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। গ্রামবাসীদের আটকাতে পুলিশরা পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে।

অবৈধভাবে মজুত কয়লা বাজেয়াপ্ত করতে গিয়ে পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধে জড়াল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে বীরভূমের লোকপুর থানার নোয়াপাড়া গ্রামে। জানা গিয়েছে ওই গ্রামের সেচ নালার ধারে দুষ্কৃতীরা খোলা মুখ অবৈধ কয়লা খনি থেকে কয়েক টন কয়লা উত্তোলন করে গ্রামের সেচ নালার ধারে মজুত করে রাখে। খবর পেয়ে আজ দুপুরে সেই কয়লা বাজেয়াপ্ত করতে যায় লোকপুর থানার পুলিশ। সে সময় দুষ্কৃতীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ পাল্টা কাঁদনে গ্যাস ছুঁড়ে দুষ্কৃতিদের প্রতিহত করার চেষ্টা করে। পুলিশের ছোঁড়া কাঁদনে গ্যাসে চার দুষ্কৃতী জখম হয় বলে জানা গিয়েছে। দুষ্কৃতীদের ছোঁড়া পাথরে দুই পুলিশ অফিসার জখম হয় বলে জানা গিয়েছে। এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়লা মাফিয়ারা গ্রামের ধারে কয়েক টন কয়লা মজুত রেখেছিল। খবর পেয়ে পুলিশ ডাম্পারে করে সেই কয়লা বাজেয়াপ্ত করছিল। অধিকাংশ কয়লা ডাম্পারে বাজেয়াপ্ত করার পর দুষ্কৃতীরা বাধা দেয়। এরপরেই পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের খণ্ডযুদ্ধ বাধে পুলিশের। দুষ্কৃতীরা কয়লা বোঝাই ডাম্পারে আগুন ধরিয়ে দেয়। গ্রামের মহিলাদের অভিযোগ, এদিন সকালে থেকে প্রচুর পুলিশ এসে গ্রামে অত্যাচার চালায়। মারধর করে পুরুষদের। এরপরেই পুলিশ নির্বিচারে লাঠিচার্জের পাশাপাশি কাঁদনে গ্যাস ছোঁড়ে। গুলি চালায়। তাতেই বেশ কয়েকজন গ্রামবাসী জখম হয়।

05:29‘তৃনমূলের হাতেই তৃনমূল খুন হচ্ছে’ শমীক ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য!05:21Malda : 'বাবলা শেষ, আর নন্দু হাফ শেষ' মালদায় দুলাল সরকার খুনে বড় মাথা কে? দেখুন02:12Samik Bhattacharya News: ‘মমতা বারংবার বিএসএফ-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ শমীকের03:32মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য কোন্নগরে06:42Kultali Tiger Update : টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য03:29টাকা নিয়ে বিবাদের জেরে নিজের মাকেই আক্রমণ ছেলের! পার পেলো না ভাইও চাঞ্চল্য বারুইপুরে04:44Mid Day Meal : বাচ্চাদের মিড ডে মিলে থিকথিক করছে পোকা! স্কুলে অশান্তি চরমে03:39নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য বারাসাতে!10:01Santipur : সধবাকে বিধবা বানিয়ে ভাতা! জানাজানি হতেই পালাল তৃণমূল নেতা, চাঞ্চল্য শান্তিপুরে01:48টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার কানিং-এ