'মিথ্যা কথা বলছেন অনুব্রত মণ্ডল'। 'আগুন লাগানোর আগে কুপিয়ে খুন করা হয়েছে'। 'এক শিশু এর প্রত্যক্ষদর্শী, ও এখনও বেঁচে রয়েছে'। 'ভাদু শেখ তোলাবাজ, ওর এই পরিণতি লেখা ছিল'। 'জমির তোলাবাজি থেকে শুরু করে নানা দুর্নীতি ছিল ভাদুর'। 'ভাদুর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল এলাকার মানুষ'।
রামপুরহাট (Rampurhat) কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন সেখানকারই এক পঞ্চায়েত সদস্য। এই ঘটনা নিয়ে একাধিক তথ্য তুলে ধরলেন তিনি। তাঁর দাবি, 'মিথ্যে কথা বলছেন অনুব্রত মণ্ডল' (Anubrata Mondal)। আগুন লাগানোর আগে কুপিয়ে খুন করা হয়েছে বলেই দাবি তাঁর। 'এক শিশু এর প্রত্যক্ষদর্শী, ও এখনও বেঁচে রয়েছে', জানিয়েছে এই পঞ্চায়েত সদস্য। সেই শিশু সমস্ত তথ্যও দিতে পারে বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গেই ভাদু শেখ সম্পর্কেও নানান কথা বলেন তিনি। 'ভাদু শেখ তোলাবাজ, ওর এই পরিণতি লেখা ছিল'। 'জমির তোলাবাজি থেকে শুরু করে নানা দুর্নীতি ছিল ভাদুর'। 'ভাদুর অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছিল এলাকার মানুষ'। 'বহুবার অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) ভাদুর বিষয়ে বলা হয়েছে'। 'ভাদুর বিরুদ্ধে মাস পিটিশন করে জমা করা হয়েছিল'। 'এলাকার অধিকাংশ তৃণমূল করে, ভাদুর দাদাগিরি সহ্য হচ্ছিল না'। 'ভাদুর সঙ্গে ঝামেলা চলছিল ছোটা লালনের'।