বগটুই-এ পোড়ার বাড়ির সামনে যেতে পারলেন না বিমানরা। বগটুই গ্রামে বামেদের প্রতিনিধি দল, পুলিশের সঙ্গে তর্কাতর্কি। কেন পোড়ার বাড়ির সামনে প্রবেশ নয়, প্রশ্ন বিমানদের। দূর থেকে দাঁড়িয়েই পোড়া বাড়ি পরিদর্শন বিমানদের। রামপুরহাটে মিছিলও করে বামেরা, পুলিশকে তোপ।
বগটুই-এ পোড়ার বাড়ির সামনে যেতে পারলেন না বিমানরা। বগটুই গ্রামে বামেদের প্রতিনিধি দল, পুলিশের সঙ্গে তর্কাতর্কি। কেন পোড়ার বাড়ির সামনে প্রবেশ নয়, প্রশ্ন বিমানদের। দূর থেকে দাঁড়িয়েই পোড়া বাড়ি পরিদর্শন বিমানদের। রামপুরহাটে মিছিলও করে বামেরা, পুলিশকে তোপ। প্রসঙ্গত, রামপুরহাটের ঘটনায় উত্তাল বঙ্গ রাজনীতি। তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিরোধী দলরা। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে উঠেছে ঝড়। রামপুরহাটের ঘটনার তীব্র নিন্দা করতে শোনা গিয়েছে বিজেপি (BJP) থেকে শুরু করে সিপিএমকে (CPM)। মানুষ বাংলায় কতটা সুরক্ষিত সেই নিয়েও উঠে আসছে প্রশ্ন। অন্যদিকে এমডি সেলিম (MD Selim) জানান, কেউ বাঁচবে না। সাধারণ মানুষকে ঘুরে দাঁড়ানোর কথা বলেন তিনি। 'তৃণমূল (Trinamool) তৃণমূলকে খুন করছে', বললেন সেলিম। বুধবার সকালেই বাগটুইয়ে ছুটে যান মহম্মদ সেলিম। সেখানে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধতে ছাড়েননি তিনি। সেখানেই এদিন সিপিএম-এর প্রতিবাদ মিছিল করে। তাঁরা পোড়া বাড়ির কাছে যেতে চািলে তাঁদের বাধা দেওয়া হয়। মিছিলের সামনেই দেখা যায় বিমান বসুকে। পুলিশের সঙ্গে তাঁদের তর্কাতর্কিও হয়।