সিঙ্গুরে কৃষকদের নিয়ে আন্দোলনে বিজেপি। মঙ্গলবার থেকে টানা তিন দিন চলবে আন্দোলন। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বিজেপির এই ধর্ণা। সেখানেই এদিন দেখা গেল শুভেন্দু অধিকারীকে। এদিন আন্দোলনে সামিল হন দিলীপ ঘোষও।
সিঙ্গুরে (Singur) কৃষকদের নিয়ে আন্দোলনে বিজেপি। মঙ্গলবার থেকে টানা তিন দিন চলবে আন্দোলন। বৃহস্পতিবার পর্যন্ত চলবে বিজেপির এই ধর্ণা। সেখানেই এদিন দেখা গেল শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। এদিন আন্দোলনে সামিল হন দিলীপ ঘোষও। এই অবস্থান কর্মসূচির কথা ঘোষণা করেন শুভেন্দু। এক্সপ্রেসওয়ের ধারে বসে চলে অবস্থান। কৃষকদের সমস্যা তুলে ধরতেই বিজেপির এই কর্মসূচি। এর আগে রবিবার ধর্ণার মঞ্চ বাঁধার সময় পুলিশ বাধা দেয় তাঁদের। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, বিজেপির সব কাজেই বাধা দেওয়া হয়। তিনি এও বলেও এই ভাবে বিজেপিকে আটকানো যাবে না। অন্যদিকে শুভেন্দু অধিকারী বলেন রাজ্য সরকার কৃষকদের ফসলের যে বীজ দিয়েছিল তা একেবারেই ভালো ছিল না। কৃষকদের সঙ্গে নিয়ে মঙ্গলবার ধর্ণায় বসে বিজেপি। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ধর্ণা।