কিছুদিন আগেই শাসক দলের উদ্যোগে সাধারণ মানুষকে ৫ টাকার ডিম ভাত দিতে দেখা গিয়েছিল। এই নিয়েই তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল। এবার সেই পথেই হাটল গেরুয়া শিবিরও। তবে এবার ৫ টাকায় ডিম-ভাত নয়, বিনা পয়সায় মাছ-ভাত খাওয়াচ্ছে বিজেপি। তবে শুধু মাছ ভাতই নয় তার সঙ্গে আনুসাঙ্গিক অনেক কিছুই রয়েছে। রয়েছে, আলু ভাজা,ডাল, চাটনিও। রাজনীতি নয়, সমাজসেবার জন্যই এই পদক্ষেপ। এমনটাই জানাচ্ছেন বিজেপি নেতৃত্বরা। তাঁরা এই কর্মসূচির নাম দিয়েছেন মাছে ভাতে বাঙালি। পূর্ব মেদিনীপুরের এগরায় এই আয়োজন হয়েছে। এগরার একাধিক জায়গায় এমনটা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই উদ্যোগে উপকৃত হচ্ছে বহু মানুষ, এমনটাই মনে করছেন তাঁরা।