পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে আক্রান্ত হলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তৃণমূল কর্মী- সমর্থকরা তাঁর গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ বিজেপি নেতা। পুলিশের সামনেই এই হামলা চলে বলে অভিযোগ তাঁর। বিজেপি নেতার গাড়ির পাশাপাশি আরও একটি গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বিজেপি নেতার দাবি, তাঁরা ভূপতিনগর থানা থেকে বেরিয়ে হেঁড়িয়ার দিকে ফেরার সময় তাঁদের উপরে হামলা চালানো হয়। বড় থান ইট, লোহার রড, বাঁশ দিয়ে গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। কোনওক্রমে ঘটনাস্থল ছেড়ে পালান বিজেপি নেতারা।
এ দিন ভূপতিনগরের সাতমাইলে বিজেপি-র দলীয় কর্মসূচিতে তৃণমূল বাধা দেয় বলে অভিযোগ। তাঁর প্রতিবাদে বিজেপি পথ অবরোধ করে। সেই বিষয় নিয়েই থানায় কথা বলতে গিয়েছিলেন সায়ন্তন বসু- সহ স্থানীয় বিজেপি নেতারা।