'সংসদকে মানছেন না। সুপ্রিম কোর্টকে মানছেন না। সংবিধানকেও মানছেন না।' নাগরিকত্ব ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর কটাক্ষ, 'উনি চাইছেন, রাষ্ট্রসঙ্ঘে তত্ত্বাবধান গণভোট হোক। বাংলাকে আলাদা রাষ্ট্র করার পরিকল্পনা করেছেন মুখ্যমন্ত্রী। ওঁনার কথা সঙ্গে পাকিস্তানের কথার মিল পাওয়া যাচ্ছে। ' উল্লেখ্য, বৃহস্পতিবারও কলকাতায় রানি রাসমনি রোডে সমাবেশ থেকে নাগরিকত্ব আইন নিয়ে দেশে গণভোট করার দাবি তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'এই গণভোট পরিচালনা করবে রাষ্ট্রসঙ্ঘ।' মুখ্যমন্ত্রীর এই বিবৃতির কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও।