নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর স্লোগান 'কা কা ছিঃ ছিঃ' -কে পাল্টা কটাক্ষ করলেন বাঁকুড়ার বিজেপি সাংসদ সুভাষ সরকার। নাগরিকত্ব আইনের সমর্থনে বাঁকুড়ার নন্দনপুর থেকে মেজিয়া পর্যন্ত এ দিন মিছিল করেন বাঁকুড়ার বিজেপি সাংসদ। মিছিল শেষে মেজিয়াতেই সভা করেন সুভাষবাবু। সেখানেই মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বিজেপি সাংসদ। তিনি বলেন, 'তৃণমূল দলটি এখন মৃতপ্রায়। তাই কা কা করে কাকদের জড়ো করে সঞ্জীবনী সুধা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী।'