ইতিমধ্যেই রাজ্যে একরকম শুরু হয়ে গিয়েছে ভোটের প্রচার। রাজ্য জুড়ে চলছে রোড শো থেকে দলীয় সভা। এবার বিজেপির রোড শো উত্তর ২৪ পরগনায়। অর্জুন সিং থেকে সেখানে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী ও সুনীল সিং। নিয়ে চলল রোড শো। উপস্থিত ছিলেন আরও অনেক বিজেপি কর্মীরাই। উত্তর ২৪ পরগনার পলতা বাসস্ট্যান্ড থেকে শুরু হয় রোড শো, ঘোষপাড়া রোড ধরে নোয়াপাড়ার গারুলিয়া পৌরসভা পর্যন্ত চলে এই রোড শো।