উত্তরপ্রদেশে গোরুয়া ঝড়। বনগাঁয় আবির খেলে মিষ্টিমুখ বিজেপি কর্মী-সমর্থকদের। বৃহস্পতিবার বিকেলে এমনই ছবি দেখা গেল সেখানে। আনন্দের বাঁধ ভাঙল কলকাতার বিজেপি অফিসে। ঢাক-ঢোল বাজিয়ে জয় উদযাপন হল সেখানে।
উত্তরপ্রদেশে গোরুয়া ঝড়। বনগাঁয় আবির খেলে মিষ্টিমুখ বিজেপি কর্মী-সমর্থকদের। বৃহস্পতিবার বিকেলে এমনই ছবি দেখা গেল সেখানে। আনন্দের বাঁধ ভাঙল কলকাতার বিজেপি অফিসে। ঢাক-ঢোল বাজিয়ে জয় উদযাপন হল সেখানে। উত্তর প্রদেশ সহ তিন রাজ্যে বিধানসভা ভোটে জয়লাভের পর বনগায় আবির খেললো বিজেপি কর্মী সমর্থকরা ৷ বৃহস্পতিবার বিকেলে বনগাঁ রামনগর রোড এলাকায় উৎসবে মেতেছে বিজেপি কর্মী সমর্থকরা। বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে রামনগর রোড মোড় এলাকায় আবির খেলে পথচলতি যাত্রীদের মিষ্টিমুখ করায় বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে একই ছবি দেখা গিয়েছে কলকাতায় বিজেপির পার্টি অফিসেও। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকেই পাঁচ রাজ্যে শুরু হয় ভোট গণনা। উত্তরপ্রদেশেও সকাল থেকেই শুরু হয় গণনা। প্রথম থেকেই সেখানে এগিয়ে ছিল বিজেপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় জয়ের খবর আসতে শুরু করে। ফের উত্তরপ্রদেশে আসতে চলেছে বিজেপি সরকার। এদিন গোরক্ষপুরেও বিপুল ভোটে জয়ী হন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে এখন শুধুই জয় শ্রীরাম ধ্বনি। এই আনন্দেই মেতেছে বাংলার বিজেপি সমর্থকরা।