উত্তরপ্রদেশে গেরুয়া ঝড়, বঙ্গেও উড়ল গেরুয়া আবির

উত্তরপ্রদেশে গোরুয়া ঝড়। বনগাঁয় আবির খেলে মিষ্টিমুখ বিজেপি কর্মী-সমর্থকদের। বৃহস্পতিবার বিকেলে এমনই ছবি দেখা গেল সেখানে। আনন্দের বাঁধ ভাঙল কলকাতার বিজেপি অফিসে। ঢাক-ঢোল বাজিয়ে জয় উদযাপন হল সেখানে।

উত্তরপ্রদেশে গোরুয়া ঝড়। বনগাঁয় আবির খেলে মিষ্টিমুখ বিজেপি কর্মী-সমর্থকদের। বৃহস্পতিবার বিকেলে এমনই ছবি দেখা গেল সেখানে। আনন্দের বাঁধ ভাঙল কলকাতার বিজেপি অফিসে। ঢাক-ঢোল বাজিয়ে জয় উদযাপন হল সেখানে। উত্তর প্রদেশ সহ তিন রাজ্যে বিধানসভা ভোটে জয়লাভের পর বনগায় আবির খেললো বিজেপি কর্মী সমর্থকরা ৷ বৃহস্পতিবার বিকেলে বনগাঁ রামনগর রোড এলাকায় উৎসবে মেতেছে বিজেপি কর্মী সমর্থকরা। বনগাঁ সাংগঠনিক জেলার পক্ষ থেকে রামনগর রোড মোড় এলাকায় আবির খেলে পথচলতি যাত্রীদের মিষ্টিমুখ করায় বিজেপি কর্মী সমর্থকরা। বৃহস্পতিবার বিকেলে একই ছবি দেখা গিয়েছে কলকাতায় বিজেপির পার্টি অফিসেও। প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল থেকেই পাঁচ রাজ্যে শুরু হয় ভোট গণনা। উত্তরপ্রদেশেও সকাল থেকেই শুরু হয় গণনা। প্রথম থেকেই সেখানে এগিয়ে ছিল বিজেপি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক জায়গায় জয়ের খবর আসতে শুরু করে। ফের উত্তরপ্রদেশে আসতে চলেছে বিজেপি সরকার। এদিন গোরক্ষপুরেও বিপুল ভোটে জয়ী হন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশে এখন শুধুই জয় শ্রীরাম ধ্বনি। এই আনন্দেই মেতেছে বাংলার বিজেপি সমর্থকরা।

05:02Gosaba News : শুরু জোর তল্লাশি, বাংলাদেশ থেকে গোসাবা! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ02:39‘চিন্ময় কৃষ্ণকে আমি মুক্ত করবোই’ নির্ভীক বাংলাদেশী আইনজীবী রবীন্দ্র ঘোষের চরম প্রতিশ্রুতি02:22জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি ক্যানিং-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম05:09Fake Passport : জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! দেখুন02:24হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু06:12‘২৬-এ মমতাকে বিদায়!’ মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ শুভেন্দুর05:20‘পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশের মতো সুশাসন দেবে বিজেপি’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি শুভেন্দুর, দেখুন04:08Suvendu Adhikari : 'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন02:56বিস্ফোরক অভিযোগ অগ্নিমিত্রার! মমতার বিরুদ্ধে আরজি কর কাণ্ডের প্রমাণ লোপাটের সরাসরি তোপ08:54বাংলাদেশে এবার খ্রিষ্টানদের বড়দিনের অনুষ্ঠানে হামলা, দেখুন এই ইস্যতে কী বললেন শুভেন্দু