বিনা প্ররোচনায় বিজেপি- র মিছিলে লাঠচার্জ করার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে পুরুলিয়াক ঝালদা থানা এলাকার বিরসা মোড়়ে। পুরুলিয়া জেলা বিজেপির দাবি, এই ঘটনায় কম পক্ষে ২৫ জন আহত হন। ওই সময় কোনও মহিলা পুলিশ ছিল না। মহিলাদের উপরেও নির্মম লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের। দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। আহত হন চার পুলিশ কর্মীও।
সোমবার বিকেলে বিরসা মোড়ে বিজেপি-র মিছিল যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে। এর পরই উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত বিজেপি কর্মীরা মুখ্যমন্ত্রীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান।